

পাবলিক ভয়েস: বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ৩১টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত হয়েছে। আজ মঙ্গলবার মধ্যরাতে অগ্নিকাণ্ডে এই ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে রূপসীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় জনতা ও রুপসীপাড়া ক্যাম্পের সেনাবাহিনী টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে লামা ও আলীকদম ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে মো. মিলন, রিপন, মো. জাফর, আবেদ আলী, তোয়াজ মিয়া, মো. কামাল, নাছির, সুলতান কারবারী, আকাশ, নূর আলম, আবু বক্কর ছিদ্দিক, মমতাজ, আব্দুস সাত্তার গাজী, মতিউর রহমান, মো. শহীদ, নজির মিয়া, রানা, ইউছুপ, এমাদুল, ছলিম উল্লাহ, রফিক, আনিচ, আবজাল, আব্দুল লতিফ ও মংচিংথুই মার্মার মালিকানাধীন মোট ৩১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার অধিক বলে জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। মধ্যরাতে আগুন লাগার কারণে ক্ষতির পরিমাণ বেশী হয়েছে।