সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯

পাবলিক ভয়েস: সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় আব্দুল জলিল (৫৫) নামে এক আ.লীগ নেতা নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চড়িয়া শিকার কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শাহীন রেজা জানান, সকালে চড়িয়া শিকার কবরস্থান এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুল জলিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা আব্দুল জলিলকে উদ্ধার করে হাটিকুমরুল গোল চত্বরের একটি হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মন্তব্য করুন