যমুনায় নিখোঁজের চারদিন পর মিলল লাশ

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯
ফাইল ফটো : পাবলিক ভয়েস

পাবলিক ভয়েস: পাবনার বেড়া উপজেলার পেঁচাকোলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্বপন বৈরাগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে পেঁচাকোলা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে হরিরামপুর এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।

তিনি গত বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে বেড়ার পেঁচাকোলা যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন।

বেড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খাঁন জানান, গত বৃহস্পতিবার বেড়া উপজেলার পেঁচাকোলা গ্রামের স্বপন বৈরাগী (৫০) ও রনি কর্মকার (১৪) একসঙ্গে নদীতে গোসল করতে পাশের যমুনা নদীতে যান। গোসল করার সময় দুজনেই সাঁতার কাঁটতে কাঁটতে একটু দুরে গেলে স্রোতে ডুবে যান। নদীর পাড়ে থাকা লোকজন বিষয়টি দেখে নৌকা নিয়ে রনিকে উদ্ধার করতে পারলেও বৈরাগীকে উদ্ধার করতে পারেনি।

প্রথমে বেড়া ফায়ার সার্ভিস এবং পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধারের চেষ্টা করেও তার খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের চারদিন পর উপজেলার হরিরামপুরে স্বপন বৈরাগীর মরদেহ ভেসে ওঠে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন