গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯

পাবলিক ভয়েস: গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন।

আজ সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার অপুর মিয়ার স্ত্রী শরীফা আক্তার (২৫) এবং মোটরসাইকেল চালক সুমন মিয়া (২৮)। নিহত সুমনের বাড়ি নেত্রকোণায়।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার মল্লিক জানান, সুমন মিয়া ও শরীফা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে মাওনা চৌরাস্তা এলাকায় আসছিলেন। এ সময় শ্রীপুরের এমসি বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ওই মোটরসাইকেলের চালক ও আরোহী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই সুজন।

মন্তব্য করুন