নারায়ণগঞ্জে বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯

পাবলিক ভয়েস: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রাশিদা বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর গ্রামের বাবার বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাশিদা একই উপজেলার চৈতনকান্দা গ্রামের প্রবাসী মাঈনুদ্দিনের স্ত্রী এবং একই উপজেলার মানিকপুর গ্রামের গনির মেয়ে।

পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, গত ৮ বছর আগে উপজেলার চৈতনকান্দা গ্রামের খলিল মিয়ার ছেলে মাঈনুদ্দিনের সঙ্গে পার্শ্ববর্তী মানিকপুর গ্রামের গনির মেয়ে রাশিদার বিয়ে হয়। তাদের সংসারে ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। দেড় বছর আগে তার স্বামী মাঈনুদ্দিন মালয়েশিয়া যান। স্বামী বিদেশে যাওয়ার পর থেকে রাশিদা বাবার বাড়িতেই থাকতেন।

তিনি আরো জানান, গত কয়েক দিন ধরে স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল রাশিদার। তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। এরই জের ধরে আজ সোমবার দুপুরে সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেন রাশিদা।

মন্তব্য করুন