লক্ষ্মীপুরে গাছচাপায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯
ম্যাপ

পাবলিক ভয়েস: লক্ষ্মীপুরের কমলনগরে গাছচাপা পড়ে সেরাজ আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রোববার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেরাজ ওই এলাকার মৃত আবুল কাশেম মাতাব্বরের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিবেশী মোফাজ্জলে বাড়ির বাগান থেকে শ্রমিকরা একটি কড়ই (রেইনট্টি) গাছ কাটছিলেন। এসময় বাগানের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় সেরাজ গাছটির নিচে চাপা পড়েন। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন