
পাবলিক ভয়েস: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় রহিম বেপারী (৬০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে নাঈম বেপারী (২৫)। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন তার মা পিয়ারা বেগম।
আজ রোববার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আনাখণ্ড গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম বেপারী আনাখণ্ড গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় ফেরি করে মাছ বিক্রি করতেন। এ ঘটনায় ছেলে নাঈম বেপারীকে আটক করেছে পুলিশ।
আহত পিয়ারা বেগমকে গুরুতর অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় তিনটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জনিয়েছেন হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ছেলে নাঈমকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে নাঈমকে ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

