সংসদ অধিবেশনে যোগ দিচ্ছেন মাশরাফি

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯

পাবলিক ভয়েস: একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আজ রোববার অভিষেক হচ্ছে মাশরাফি বিন মর্তুজার। এ অধিবেশন শুরু হয়েছে গত ৩০ জানুয়ারি। তবে বিপিএল নিয়ে ব্যস্ত থাকার কারণে তিনি যোগ দিতে পারেননি।

গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হন মাশরাফি। নির্বাচনের পরপরই বিপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

মাশরাফি বিপিএলে নেতৃত্ব দিচ্ছেন গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে। তার নেতৃত্বেই গত আসরে রংপুর বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এবারও রাউন্ড রবিন লিগ পর্বে শীর্ষে থেকেই প্লে-অফে খেলতে যাচ্ছে রংপুর।

মন্তব্য করুন