

পাবলিক ভয়েস: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা নাওটানা এলাকায় ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা ভাতিজা।
গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জুয়েল (৩৫) এবং তার সহকারী রাসেলের (৩২) বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বাবুখালী এলাকায়।
নাওজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অহিদুজ্জামান বলেন, নাওটানা এলাকায় মীরের বাজার-কাঞ্চন সড়কে গাজীপুরগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। তার সহকারী গুরুতর আহত হলে উদ্ধার করে ঢাকার আরসিয়ান হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর শাহাজালাল কোম্পানির কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যান চালক। মরদেহ ও গাড়ি দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।