নওগাঁয় নিরাপদ খাদ্য দিবস পালিত

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯
দিবসটি উপলক্ষে বর্ণাঢ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ আত্রাই নওগাঁ।

মো: খালেদ বিন ফিরোজ, নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ আত্রাই নওগাঁ।

আজ শনিবার সকালে উপজেলার আম চত্ত্বর হতে উপজেলা নির্বাহী অফিসার মো: ছানাউল ইসলাম এর নেতৃত্বে বর্ণাঢ র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা খাদ্য কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা আমচত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার মো: ছানাউল ইসলাম, ওসি আত্রাই থানা মো: মোবারক হোসেন, উপজেলা যুব-উন্নয়ন অফিসার মো: ফজলুল হক, কৃষি অফিসার কেএম কাউছার হোসেন, ইউপি চেয়ারম্যান মো: আক্কাছ আলী, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, স্যানিটারী ইনেস্পেক্টর পিন্টু, উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন