

মুহা. জুয়েল রানা: অমর একুশে গ্রন্থ মেলায় পাওয়া যাচ্ছে কবি বাদশাহ্ সৈকতের লেখা কাব্যগ্রন্থ- “নিরপেক্ষ প্রেম” ও উপন্যাস- “পলায়ন”। ২০১৮ইং সালে একুশে বই মেলায় প্রকাশিত হয়েছিল তারই লেখা “সম্পর্কের দেয়াল” ও “জীবনের ছায়াপথ”।
বই দুইটি পাঠকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছিল। সেই সুবাদে এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে তার লেখা কাব্যগ্রন্থ- “নিরপেক্ষ প্রেম” ও উপন্যাস- “পলায়ন”।
বই দুইটি পাওয়া যাচ্ছে। কাব্যগ্রন্থ- “নিরপেক্ষ প্রেম”, শিরিন পাবলিকেশন্স, স্টল নং-২৫৮-২৫৯। উপন্যাস-“পলায়ন”, রোদেলা প্রকাশনী, স্টল নং-২২৬-২২৭-২২৮ ও ২২৯। এছাড়াও রকমারি ডট কম এ বই দুইটি পাওয়া যাবে।