
‘ঠান্ডা গোশত’

তাবাস্সুম আরা তাসনিম: সা’দত হাসান মান্টোর নিজের লেখা ৮০ পৃষ্ঠার জীবনকথাসহ “ঠান্ডা গোশত” বইয়ের সবগুলো ছোটগল্পের অনুবাদ। মান্টোর ‘ঠান্ডা গোশত’ শুধু এ গল্পটার উপরে অনেক কাজ হয়েছে।
কিন্তু মান্টোর যে স্বতন্ত্র বই ‘ঠান্ডা গোশত’ এই বইয়ের উপর এটাই প্রথম কাজ। এ যাবত অনুবাদ হওয়া সব বইয়ের মধ্যে বেশিরভাগ সময়ই নির্বাচিত গল্পের মধ্যে এই বইয়ের সব ছোটগল্প অনূদিত হয়নি বা হলেও বাজারে তা এখন পাওয়া যায় না।
উর্দু থেকে বাংলায় অনুবাদ করেছেন প্রিয় কবি ও সাংবাদিক কাউসার মাহমুদ। বইটি সম্পাদনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হুসাইনুল বান্না।
প্রচ্ছদ – উচ্ছ্বাস।
বইয়ের মূল্য- ২৯০৳
প্রকাশনী- পেন্ডুলাম প্রকাশনীবইটি অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে
তিউড়ি প্রকাশনী
স্টল নং-৫৮৯