

পাবলিক ভয়েস: গাইবান্ধা-নেত্রকোণায় সদরের ঠাকুরাকোণা ইউনিয়নে থেকে হালিম মিয়া নামে এক কিশোরের মরদেহ এবং গাইবান্ধার সাঘাটা উপজেলায় চামেলী আক্তার নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নেত্রকোণা: আজ শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নেত্রকোণা-কলমাকান্দা সড়কের বেইলি ব্রিজের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হালিম পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের মৌয়াটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান এতথ্য নিশ্চিত করেন।
ওসি (তদন্ত) উত্তম কুমার রায় জানান, কিশোরের চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
গাইবান্ধা: আজ শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মুক্তিনগর এলাকায় স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
ঘটনার পর থেকে চামেলীর স্বামী সুজন মিয়া পলাতক রয়েছেন।