মুন্সীগঞ্জে গৃহকর্তার গুলিতে ডাকাত নিহত

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯

পাবলিক ভয়েস: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী গ্রামে ডাকাতিকালে গৃহকর্তার ছোড়া গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ডাকাত ও গৃহকর্তার ছেলে আহত হয়েছেন।

আজ শনিবার রাত আড়াইটার দিকে ওই গ্রামের গোলাম কবির শিকদার লাবুর বাড়িতে এ ঘটনা ঘটে।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল কবির শিকাদারের বাড়ির কলাপসিবল গেট কেটে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। এমতাবস্থায় তার ছেলে কনু শিকদার দরজা খুলে বাইরে এসে তাদের বাধা দেয় এবং ধস্তাধস্তি বাঁধে।

একপর্যায়ে কনু শিকদারের আত্মচিৎকারে তার বাবা কবির শিকদার লাবু তার লাইসেন্স করা পিস্তল নিয়ে বেরিয়ে আসেন এবং ডাকাতদলের উদ্দেশে গুলি ছোড়েন। ডাকাতরাও পাল্টাগুলি ছুড়ে বেরিয়ে যায়।

ওসি আরো বলেন, ডাকাতদের গুলিতে কনুই শিকদার এবং গৃহকর্তার গুলিতে কয়েকজন ডাকাত গুলিবিদ্ধ হন। পরবর্তীতে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে।

আজ শনিবার সকালে শিকদারবাড়ির পার্শ্ববর্তী এক বিল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নিহত অপর এক ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো ডাকাতদলের কারও নাম-ঠিকানা সংগ্রহ করা যায়নি।

মন্তব্য করুন