গাজীপুরে গরু চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। আজ শনিবার ভোরে উপজেলার গড়িয়াবহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার এক বাড়িতে গরু চুরি করতে যান ওই ব্যক্তি। এলাকাবাসী তাকে দেখে ধাওয়া দেয়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিলে তিনি মারা যান।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল কাশেম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার কাজ শুরু করছে।

মন্তব্য করুন