

পাবলিক ভয়েস: গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে চারটি তুলার গুদাম ও ১২টি বস্তির ঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে টঙ্গীর মধ্যআচিরপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, রাতে টঙ্গীর মধ্য আচিরপুর এলাকার একটি তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় পাশের আরও তিনটি তুলার গুদাম এবং বস্তিতে আগুন লেগে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি এবং উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে রাসেদ চৌধুরী, লিয়ন চৌধুরী ও লাভলী আক্তারের মালিকানাধীন তুলার ৪টি গুদাম এবং বস্তির ১২টি ঘর পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত জানা যায়নি বলেও জানান স্টেশন অফিসার কবিরুল।