চট্টগ্রামে যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত করে ‍খুন

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৯

পাবলিক ভয়েস: চট্টগ্রামে নগরের আকবরশাহ থানার বেলতলীঘোনা এলাকায় ছুরিকাঘাত করে মো. মাসুদ (২৮) নামে এক যুবলীগ কর্মীকে খুন করা হয়েছে।

আজ শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

মো. মাসুদ মাস্টারলেইন এলাকার আবুল বাশারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার বলেন, ‘ছুরিকাঘাতে গুরুতর আহত মো. মাসুদকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ওসি জসিম উদ্দিন বলেন, ‘বেলতলীঘোনা এলাকায় পার্টি অফিসের ভেতরে যুবলীগ কর্মী মাসুদকে ছুরিকাঘাত করা হয়েছে। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।’

এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আটক ব্যক্তিকে আকবরশাহ থানায় রাখা হয়েছে।

জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে এবং অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি জসিম উদ্দিন।

 

মন্তব্য করুন