কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৯
ফাইল ফটো : পাবলিক ভয়েস

পাবলিক ভয়েস: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পানিতে ডুবে হুসাইন নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের নওদাআজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু হুসাইন ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফুল ইসলাম আশা বলেন, বিকেলে বাড়ির পাশের এক গর্তের পানিতে পড়ে যায় হুসাইন। পরে তার পায়ের স্যান্ডেল গর্তের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা গর্তের পানি থেকে তাকে উদ্ধার করে। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন