তাহিরপুরে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে অভিযান ও মোবাইল কোর্ট, জরিমানা ৮ হাজার টাকা

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জারিকৃত নির্বাচনী আচরণবিধি-২০২৫ প্রতিপালন নিশ্চিত করতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু, তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে তাহিরপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযানকালে বাজারের বিভিন্ন স্থানে এবং কয়েকটি যানবাহনে লাগানো নির্বাচনী বিলবোর্ড, ব্যানার ও স্টিকার শনাক্ত করে তা অপসারণ করা হয়। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়।

এছাড়া আনোয়ারপুর বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনসহ বিভিন্ন অপরাধে পাঁচটি হোটেল ও রেস্টুরেন্টকে সংশ্লিষ্ট ধারায় মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের জন্য প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন এবং ভোক্তা অধিকার রক্ষায় তাহিরপুর উপজেলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন