
আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
প্রতিবেশীকে ফাঁসানোর নানামুখী অপচেষ্টায় জড়িয়ে পড়েছে নান্দাইল উপজেলার এক যুবক ওয়াসিম। গত ৩০ নভেম্বর- ২০২৫ ইং শনিবার মাগরিবের নামাজের পর ওয়াসিম তাঁর স্ত্রীকে দিয়ে পাশের বাড়ির মজিবুর রহমান (৪০)-এর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রচার করে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।পরদিন ১ ডিসেম্বর রাত ৮টার দিকে ঘটনার সঠিক তদন্ত ও সমাধানের জন্য স্থানীয়ভাবে গ্রাম শালিস অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, শালিস চলাকালে ওয়াসিম গোপনে লুকিয়ে রাখা ছুরি বের করে মজিবুর রহমানকে আঘাত করার চেষ্টা করেন। তবে শীতের জ্যাকেট পরা থাকায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান মজিবুর। একই সময়ে ওয়াসিমের ভাই কামালের হাতে থাকা হাতুড়ি দিয়ে মজিবুরের ভাই সাইফুলের মাথায় আঘাত করলে তিনি আহত হন। শালিসস্থলে তখন প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতি ছিল বলে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক, স্থানীয় এক বাসিন্দা জানান—
“মজিবুর ও সাইফুল দুই ভাই ছাড়া তাদের আর কেউ নেই। অন্যদিকে ওয়াসিমদের পরিবার এখানে সংখ্যায় বেশি। জায়গা দখলের উদ্দেশ্য থেকেই তাদের ওপর চাপ সৃষ্টি ও হয়রানি করা হচ্ছে।”সেইসাথে ৩ ডিসেম্বর সকাল ৯টার দিকে ওয়াসিম ও তার পিতা জালাল উদ্দীন লোকজন নিয়ে মজিবুর ও সাইফুলের বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া তুলে চলাচল বন্ধ করে দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।গ্রাম শালিসের দরবারিগণ- শালিসে ওয়াসিম ও তার ভাই কামাল ছুরি ও হাতুড়ি নিয়ে আক্রমণের ঘটনার সত্যতা স্বীকার করেন।ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনের প্রতি এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

