নান্দাইলে সাব-ডিলারের গোপন সার বিক্রয় ট্রলি সহ আটক। 

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

স্টাফ রিপোর্টার 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বড়াইল বাজারের সাব-ডিলার ও ৮নং ওয়ার্ডের আলী উসমান জয়তন (৫০)–এর বিরুদ্ধে রাতের আঁধারে সরকার নির্ধারিত সার গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। জানা যায়, বুধবার গভীর রাতে তিনি গোপনে সারের বস্তা তাড়াইল উপজেলার সেকান্দরনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে সবুজ মিয়া এবং মৃত আব্দুর রহিমের ছেলে নূর মোহাম্মদের কাছে বিক্রি করেন। পরবর্তীতে ট্রলিতে সারের এসব বস্তা বোঝাই করে নেওয়ার সময় কেন্দুয়া উপজেলার মজলিশপুর এলাকার স্থানীয়রা গাড়িটি আটক করেন। খবর পেয়ে কেন্দুয়া থানার পেমই তদন্ত ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলি ও সার জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মন্তব্য করুন