নান্দাইলে গইছখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুজন কুমার রায়ের আবেগঘন বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গইছখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুজন কুমার রায়ের অবসর গ্রহণ উপলক্ষে এক হৃদয়স্পর্শী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজিত হয়।গইছখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ফজিলাতুন নেছা। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সালমা আক্তার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—জনাব নাছিমা আক্তার, ইন্সট্রাক্টর, ইউআরসি নান্দাইল

জনাব মনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার

জনাব আমিনুল ইসলাম খান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার

জনাব কুশল আহম্মেদ (রনি), উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার

জনাব শিরিন আক্তার সুমী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার

জনাব রেনান্থেরা সুলতানা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, আমিনুল ইসলাম আঞ্জু- প্রাথমিক সমিতির আহবায়ক, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতা- রবিউল নেওয়াজ ফরিদ, শিক্ষক নেতা জাকির আহমেদ তুহিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উমর ফারুক নোমানী সহ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, স্কুলের ছাত্র-ছাত্রী, অবিভাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।এসময় বক্তারা প্রধান শিক্ষক বাবু সুজন কুমার রায়ের দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা ওদায়িত্বশীলতার কথা উল্লেখ করেন। তারা জানান, তার নেতৃত্বে বিদ্যালয়টির সার্বিক শিক্ষা পরিবেশ উন্নত হয়েছে এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরী করেছেন তিনি। তার অবদান বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।বিদায়ী অনুষ্ঠানে মানপত্র পাঠ করে শুনায় গইছখালী সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র মাহ্তিন মাশিয়াত আরাফ। সদ্য বিদায়ী প্রধান শিক্ষক সুজন কুমার রায় তার বক্তব্যে বলেন, “দীর্ঘ সময় ধরে এ বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। শিক্ষকতা আমার নেশা, পেশা ও প্রিয় দায়িত্ব ছিল। আমাকে সহযোগিতা করার জন্য সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”বাবু সুজন কুমার রায় ১১/০৬/১৯৯০ইং সনে ইটনা জয় সিদ্ধি সঃ প্রাঃ বিদ্যালয়ে তার কর্ম জীবন শুরু করে, পর্যায়ক্রমে চর কমরভাঙ্গা সঃ প্রাঃ বিদ্যালয়, চর শ্রীরামপুর দক্ষিন সঃ প্রাঃ বিদ্যালয়, আমোদাবাদ সঃ প্রাঃ বিদ্যালয়, চরউত্তরবন্দ সঃ প্রাঃ বিদ্যালয়, পরিশেষে গইছখালী সঃ প্রাঃ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ তার দীর্ঘ সুস্বাস্থ্য ও শান্তিময় ভবিষ্যৎ কামনা করেন।অনুষ্ঠান স্মৃতি চারণ এবং সার্বিক তত্বাবধানে ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাক- সোহেল সারোয়ার, সহকারী শিক্ষক মোঃ তানজিন খান, মামুন সিরাজুল ইসলাম (জুয়েল)।

মন্তব্য করুন