সুনামগঞ্জে যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী মোবাইল কোর্ট: চারজনকে কারাদণ্ড

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫

এম সালমান আহমদ সুজন (তাহিরপুর সুনামগঞ্জ)

শনিবার, ২২ নভেম্বর ২০২৫, বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু। অভিযানে সার্বিক সহযোগিতা করেন তাহিরপুর থানা পুলিশের সদস্যরা।

অভিযান চলাকালে নদীর জামালের চর ও ঢালারপার এলাকায় নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলন এবং অবৈধ সিভ মেশিন ব্যবহারের দায়ে চারজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে ৩ জনকে এক মাস এবং ১ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া অভিযানে প্রায় ৮টি নৌকার ইঞ্জিন বিকল করে অচল করা হয়, যাতে ভবিষ্যতে এসব নৌকা দিয়ে পুনরায় অবৈধ উত্তোলন করা না যায়।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন