
আব্দুল্লাহ জোবায়ের প্রতিনিধি ময়মনসিংহ
গাজীপুরের টিএনটি এলাকার মসজিদের পেশ ইমাম ও খতিব মুহিবুল্লাহ মাদানীকে অপহরণ, আইনজীবী আলিফ হত্যা, সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সঙ্গবন্ধ ধর্ষণের সাথে সংশ্লিষ্ট উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
মিছিলটি ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। মিছিল ও সমাবেশে “ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী” এমন স্লোগান দিতে শুনা যায়।
মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হক আযীযী, বাংলাদেশ ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতী হাবিবুল্লাহ, হাফেজ সাইদুর রহমান, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের খতীব মুফতী আহসানউল্লাহ কাসেমী, ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন জমিরি,
বাইতুল কোর আন মাদ্রাসার শিক্ষা সচিব মানসুর বিন আহমেদ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জয়নুল আবেদীন লাদেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজীব প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ তৌহীদি জনতা।

