
সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :
সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলা সদরের ‘কুটুমবাড়ি রেস্তোরাঁয় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সবুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ কাওছার আহম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাছির উদ্দিন ডাকুয়া, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক দানিসুর রহমান রিমন, দৈনিক জনকণ্ঠ ও বিজয় টিভির প্রতিনিধি সাংবাদিক জিয়াউল হক, দৈনিক কালবেলা প্রতিনিধি সাংবাদিক উত্তম দাস প্রমুখ।
উল্লেখ্য, বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
২৬ অক্টোবর (রোববার) বেলা আড়াইটায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন- ইসলামী আন্দোল বাংলাদেশের আমীর শায়খে চরমোনাই ফয়জুল করীম।
বিশেষ অতিথি থাকবেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রাজ্জাক,
ঝালকাঠি ২ আসনের হাতপাখা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল-আমিন চৌধুরী,
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক মাহবুব আলম,
ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্থ ও প্রকাশনা সম্পাদক (বরিশাল জেলা) এসএম রফিকুজ্জামান,
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি সদস্য আলহাজ্ব মুহাম্মদ হারুন-অর-রশিদ,
ইসলামী আন্দোলন বাংলাদেশের (বরিশাল জেলা) অর্থ ও প্রকাশনা সম্পাদক এস. এম. রফিকুজ্জামান,
মাওলানা মাহবুবুর রহমান ইলিয়াস
সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাকেরগঞ্জ (পূর্ব) উপজেলা।
সভাপতিত্ব করবেন —
আলহাজ্ব মাওলানা নাছির উদ্দিন (রোকন) ডাকুয়া,
সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাকেরগঞ্জ (পশ্চিম) উপজেলা।
আয়োজক সূত্রে জানা যায়, প্রোয়োজনিয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, এবং সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই গণসমাবেশের আয়োজন করা হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এ সমাবেশে হাজারো মানুষ অংশগ্রহণ করবে এবং বাকেরগঞ্জে স্মরণকালের সেরা সমাবেশ হবে ইনশাল্লাহ । ইসলামী আন্দোলনের শান্তিপূর্ণ ও আদর্শিক বার্তা ছড়িয়ে দেবে পুরো বাকেরগঞ্জে।

