 
                                       
এম সালমান আহমদ সুজন (সুনামগঞ্জ প্রতিনিধি)
সুনামগঞ্জের মধ্যনগরে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বংশীকুন্ডা গ্রামের আবু তাহের মোড়লের ছেলে রকিবুল ইসলাম কালু (২২) এবং একই গ্রামের জামাল মিয়ার ছেলে আহছান হাবিব ওরফে লাদেন (২৫)।
পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর রাত ২টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে বংশীকুন্ডা গ্রামের নাজমুল হোসেনের ঘরের বারান্দা থেকে তার মোটরসাইকেল চুরি হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের জবানবন্দির ভিত্তিতে ধর্মপাশা উপজেলার বড়ইহাটি গ্রামের একটি বাড়ির বারান্দা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে মধ্যনগর থানা পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান বলেন, চুরি ও অপরাধ দমনে মধ্যনগর থানা পুলিশ সর্বদা সতর্ক। জনগণের সহযোগিতায় এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।
 
		
