
এম সালমান আহমদ সুজন (সুনামগঞ্জ প্রতিনিধি)
ঘোষিত যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) দেশের সকল জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নিম্নোক্ত ৫ দফা দাবিতে এর আগেও দুই দফায় ঢাকা, বিভাগীয় শহর, জেলা শহর ও থানায় থানায় কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তৃতীয় দফার কর্মসূচির প্রথম দিনে গতকাল ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানবন্ধন করেছে ইসলামী আন্দোলন। আজকে জেলায় জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ দফা দাবিসমূহ হলো,
(১) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
(২) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা।
(৩) অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
(৪) ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
(৫) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
আজকের মানববন্ধনে বক্তাগণ জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, তফসিলের আগে গণভোট না হলে আগামী নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। আজকে
মানববন্ধন কর্মসূচি এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফিজ মাও.মাছুম আহমদ এর সঞ্চালনায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-০৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী শহীদুল ইসলাম পলাশী’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জননেতা কারী মহিবুল হক আজাদ। জাতীয় শিক্ষক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাও. সাজিদুর রহমান ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি এহসান রেজা মুহিবী, ও সুনামগঞ্জ ০৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলী আকবর সিদ্দিকী ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা রায়হান বিন মুজাহিদ ও কারী মাহদী আল-হাসান, ফয়জুল্লাহ ফয়েজ, মারুফ আহমদ, আব্দুল গফুর, আতিকুর রহমান আতিক, শফিকুল বারী প্রমুখ নেতৃদৃন্দ।

