প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫

আনোয়ার হুসাইন (স্টাফ রিপোর্টার) 

ঘোষিত যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) দেশের সকল জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নিম্নোক্ত ৫ দফা দাবিতে এর আগেও দুই দফায় ঢাকা, বিভাগীয় শহর, জেলা শহর ও থানায় থানায় কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তৃতীয় দফার কর্মসূচির প্রথম দিনে গতকাল ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানবন্ধন করেছে ইসলামী আন্দোলন। আজকে জেলায় জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ দফা দাবিসমূহ হলো,

(১) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

(২) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা।

(৩) অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

(৪) ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

(৫) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

আজকের মানববন্ধনে বক্তাগণ জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, তফসিলের আগে গণভোট না হলে আগামী নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। আজকে

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা গোলাম মাওলা ভূঁইয়া ও দক্ষিণের সংগ্রামী সভাপতি মামুনুর রশিদ সিদ্দিকী আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগে সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন