আশুলিয়ায় আগুনে পুড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

পাবলিক ভয়েস: আশুলিয়ার শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে প্রায় ১০টি টিনশেডের তৈরি ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে শ্রীপুরের মো. মুমিনের মালিকাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই। আগুনে শ্রমিক কলোনির প্রায় ১০টি কক্ষ ক্ষতিসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আরও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

 

মন্তব্য করুন