নান্দাইলে মিথ্যা অভিযোগ ও বেপরোয়া আচরণ গীতা রানীর মুসলমানরা হয়রানির শিকার। 

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫

আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে সংখ্যালঘুড় দোহাই দিয়ে গীতা রানীর মিথ্যা অভিযোগ ও বেপরোয়া আচরণে মুসলমান পরিবার হয়রানি ও নাজেহাল হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে নান্দাইল উপজেলার ৩ নং নান্দাইল ইউনিয়নের সাভার গ্রামে।

সরেজমিন গিয়ে জানা গেছে , রাস্তায় বড়ই কাটা দিয়ে রাস্তা বন্ধ করার অভিযোগ তোলেন একই গ্রামের নিরঞ্জন চন্দ্র বর্মনের স্ত্রী গীতা রানী । এদিকে অভিযোগের প্রেক্ষিতে সেলিম মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন ক্ষেতে মাসকলাই বুনেছেন ক্ষেতের এক পাশ দিয়ে আইলের উপর দিয়ে লোকজন চলাচল করে কিন্তু খেতের মাঝখান দিয়ে লোকজন যাতায়াত করায় ফসলের নষ্ট হচ্ছে বিধায় তিনি একপাশের আইল খোলা রেখেই বড়ই কাটা দিয়ে মাঝ পথটি বন্ধ করেছিলেন। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে বড়ই ডাল সরিয়ে দেন। কিন্তু গত শনিবার সেলিম মিয়া তার বাড়ির সামনে দিয়ে নিজ বাড়িতে যাওয়ার সময় গীতা রানী দৌড়ে এসে সেলিমের পথ আটকে অকথ্য ,অশ্লীল ভাষায় গালাগালি করে বলে জানায় এলাকাবাসী। পরদিন গিতা রানী থানায় অভিযোগ দায়ের করায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে গীতা রানীর সম্প্রদায়ের ছায়া রানী ,মানিক চন্দ্র বর্মন, কল্পনা রানী, সুভাষ পাল ,উজালা রানী সুভাসি রানী ও বাবুল মেম্বার বলেন সেলিম মিয়া বা তার পরিবারের লোকজন জুলুমবাজ নয়। তাদের জায়গাতেই আমাদের অনেক কাজকর্ম করে থাকি এবং তারা সবসময় আমাদের সহযোগিতা করে থাকে। গীতা রানী উশৃংখল মিথ্যাবাদী মহিলা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে। তার কারণে এলাকার বদনাম হচ্ছে। এ বিষয়ে তার বক্তব্য নিতে গীতা রানীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

অপরদিকে স্থানীয় এলাকাবাসী জানান গীতা রানী দীর্ঘদিন ধরেই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আসছে।এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে গীতা রানীর দায়ের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে গীতা রানীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

মন্তব্য করুন