আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ 

ময়মনসিংহ নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আজ ৩ অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৪ ঘঠিকার সময় নান্দাইল উপজেলা চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সুইলা মং ফুটবল একাডেমি কাউখালী রাঙামাটি পার্বত্য জেলা বনাম নান্দাইল উপজেলা মহিলা ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর এই খেলায় সুইহলামং ফুটবল একাডেমি নারী ফুটবল দল ৩-১ গোলে নান্দাইল উপজেলা নারী ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তার। প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নান্দাইল এর ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফুল জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌরসভার মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল। সভাপতিত্ব করেন বাবু পল্লব রায়।খেলা উদ্বোধন করেন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের পরিচালক ও আকন্দ ওভারসীজের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শামছুল হক আকন্দ। ধারা ভাষ্যকার ছিলেন জসিম উদ্দিন ও আব্দুর রউফ। প্রীতি ফুটবল ম্যাচে ফুটবল খেলা দেখার জন্য প্রায় ৩ হাজার দর্শেকর আগমন ঘঠে এতে নান্দাইল খেলা দেখতে আসা বেশ কয়েকজন দর্শক বলেন নান্দাইল চন্ডীপাশা স্কুলের খেলার মাঠে অতীতের সে আনন্দ বেশ কয়েকটি বৎসর পর উপভোগ করলাম এবং আজেকের খেলার আয়োজকরা প্রতি বৎসর এই রকম কিছু খেলার আয়োজন করবে আমাদের আশা । এছাড়া উপস্থিত ছিলেন তরুণ প্রজন্মের উদীয়মান সমাজসেবক ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফুল জামান রিপন।উক্ত খেলায় যাবতীয় ব্যয়ভার বহন করেন আকন্দ ওভারসীজের চেয়ারম্যান ও দানবীর মোহাম্মদ শামছুল হক আকন্দ।

মন্তব্য করুন