
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ॥
অদ্য সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদরাসার শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বাগতিক মাদরাসার ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা মোঃ শরীফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সুনামগঞ্জ জেলার সদস্য সচিব জনাব মোঃ ছালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মাওলানা মোঃ আতিকুল হক, বালিকান্দি আটপাড়া দাখিল মাদরাসার সুপার জনাব মোঃ সুলাইমান হেকিম এবং জেলা সদস্য জনাব মোঃ আবুল কাসেম।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের জেলা সদস্য জনাব মাওলানা মোঃ আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বালিজুরী আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ আলী, কাপনা জালালিয়া দাখিল মাদরাসার সুপার ও ফোরামের বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল লতিফ, সহকারী অধ্যাপক জনাব মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে ৭১ সদস্য বিশিষ্ট তাহিরপুর উপজেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদরাসার উপাধ্যক্ষ জনাব মাওলানা মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হন বালিজুরী এইচ এ উলুম আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মাহবুবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন শাহজালাল (রহ.) জামেয়া আরবিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ওলি উল্লাহ।

