বাকেরগঞ্জে কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার-৩

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫

 

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সোহেল খান নামে এক কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কবাই ইউনিয়নের উত্তর কবাই গ্রামের মন্নান হাওলাদারের পুত্র ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি, বর্তমান ইউনিয়ন বিএনপির সদস্য শাহিন হাওলাদার ও তার ভাই শামিম হাওলাদার, এক‌ই গ্রামের শাহজাহান খানের ছেলে শওকত খান।

নিহত কৃষক সোহেল খান উপজেলার কবাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর কবাই গ্রামের নূর ইসলাম খানের ছেলে।

শনিবার রাত সাড়ে ১১টার সময় সোহেল খানকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত পা বেঁধে রাত ১২ টার দিকে বাড়ীর পার্শ্ববর্তী মসজিদের সামনে নিয়ে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। পরিকল্পিত হত্যাকান্ডকে ধামাচাঁপা দিতে রাত ১টার সময় মসজিদের মাইকে এলাকায় ডাকাত পরেছে বলে প্রচার চালিয়ে মব সৃষ্টি করে। ২৮ সেপ্টেম্বর সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরবর্তীতে নিহত সোহেলের মা নিলুফা বেগম বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃত আসামিদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন