
এম সালমান (সুনামগঞ্জ প্রতিনিধি)
সীমান্তনদী জাদুকাটার পাড় (তীর) কেটে খনিজ বালি চুরির ঘটনায় জড়িত এক বিএনপি নেতার দুই ভাইপো(ভাতিজা) সহ ২২ জনের নামে মামলা দায়ের করেছে নৌপুলিশ।
ওই মামলায় পাঁচ ট্রলার বোঝাই চুরি করা খনিজ বালি জব্দ দেখানো হয়েছে।
মামলার আসামিরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়া গ্রামের আবুল ইসলামের ছেলে সালমান রশিদ তানশি, তার সহোদর সায়েদ মিয়া,একই গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে তাজুল ইসলাম মোড়ল, মৃত জুলহাস মিয়ার ছেলে মাহমুদ শাহ, মৃত মনা মিয়ার ছেলে খায়রুল ইসলাম, মৃত তাজুল ইসলামের ছেলে আবু লাহাব, মৃত নুর সালামের ছেলে তৌহিদ মিয়া, বাদাঘাটের নুর ইসলামের ছেলে রামিন মিয়া, লালঘাটের মৃত আজর আলীর ছেলে জানু মিয়া সহ অজ্ঞাত নামা ১০ থেকে ১২জন।
তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নেতা জানান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি,তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ঘাগটিয়ার আবুল কালামের আপন ছোট ভাই আবুল ইসলামের ছেলে আসামি সালমান রশিদ তানশি, তার সহোদর সায়েদ মিয়া।
রবিবার ( ২৮ সেপ্টেম্বর) তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়ির এএসআই লিটন চন্দ্র রায়।
প্রসঙ্গত, এরপুর্বে শনিবার (২৭ সেটেম্বর) ভোররাতে সুনামগঞ্জ টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটা বালি মহালের ইজারা বহি:র্ভুত পশ্চিম পাড়ের ঘাগটিয়া (জালর টেক) থেকে চুরি করা খনিজ বালি বোঝাই পাঁচটি (ষ্টিল বডি) ট্রলার গুলো জব্দ করে।
নৌ পুলিশ হেডকোয়াটাসের্র ঢাকা (মিডিয়া সেল) দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
সুনামগঞ্জ টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর দিলীপ কুমার দাস জানান, জব্দকৃত চুরির বালি, পাঁচ ট্রলারের মুল্য প্রায় ৩১ লাখ ৪০ হাজার টাকা।

