জাদুকাটা নদীর পাড় কেটে খনিজ বালি চুরি, নৌপুলিশের অভিযানে ৫ ট্রলার জব্দ

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

এম সালমান (সুনামগঞ্জ প্রতিনিধি) 

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তনদী জাদুকাটার পাড় কেটে খনিজ বালি চুরির সময় পাঁচটি ট্রলার জব্দ করেছে নৌপুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়ির একটি দল ঘাগটিয়া (জালর টেক) এলাকায় এ অভিযান চালায়।

নৌপুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেল থেকে জানানো হয়, প্রতিরাত ও ভোরে শতাধিক মানুষ অবৈধভাবে জাদুকাটার পশ্চিম পাড় থেকে বালি কেটে নিয়ে যাচ্ছিল।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদিন ভোরে ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর দিলীপ কুমার দাসের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে ইজারাবহির্ভূত এলাকা থেকে বালি বোঝাই পাঁচটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়।

জব্দকৃত বালি ও ট্রলারের মূল্য প্রায় ৩১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন ইন্সপেক্টর দিলীপ কুমার দাস।

নৌপুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অবৈধভাবে সীমান্তনদীর বালি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন