
এম সালমান আহমদ সুজন (সুনামগঞ্জ):
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুল হাসান ডিও মহোদয়ের সার্বিক নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জের সমন্বয়ে সদর থানাধীন নতুনপাড়া ও ইকবাল নগর পয়েন্ট এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদক বহন ও সেবনের অপরাধে ছয় জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানকে সহযোগিতা করেন। জেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

