গফরগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ: পাঁচ দফা বাস্তবায়নের দাবি

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫

আশরাফ আলী ফারুকী 

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা সদরের জামতলা মোড়ে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। সমাবেশ শেষে তার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, কেন্দ্রীয় জামায়াত ঘোষিত পাঁচ দফা দাবি পূর্ণ বাস্তবায়ন করতে হবে। দাবিগুলো হলো,জুলাই সনদ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনে সমতল ক্ষেত্র নিশ্চিত করা, সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

তারা আরও বলেন, এই দাবিগুলো পূরণ না হলে শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। বক্তাদের দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ থাকবে না।

মন্তব্য করুন