নান্দাইলে তারেরঘাট পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন।

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫

আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুলী ইউনিয়নের তারেরঘাট বাজারে পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী ও শ্রমিকরা একত্রিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন ভুয়া আইডি থেকে পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের নিয়ে চলমান মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, “আমরা বৈধভাবে ব্যবসা পরিচালনা করছি। কিন্তু একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে প্রশাসন ও সাংবাদিকদের জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে ব্যবসায়ীরা যেমন মানহানির শিকার হচ্ছেন, তেমনি শ্রমিকদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে।”

উল্লেখ্য, বৈধ কাগজপত্র না থাকায় গত ২৩ জুলাই ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় পরিবেশ দূষণে ব্যবহৃত মেশিন ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়। পরবর্তীতে ব্যবসায়ীদের অনুরোধ এবং শ্রমিকদের দুর্দশার কথা বিবেচনা করে প্রশাসন শর্তসাপেক্ষে সাময়িকভাবে ব্যবসা পরিচালনার অনুমতি দেয়। শর্ত ছিল—এক মাসের মধ্যে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র জমা দিতে হবে। কিন্তু এ সুযোগকে কেন্দ্র করে একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার শুরু করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন তারেরঘাট পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাচ্চু। তিনি বলেন, “আমরা প্রশাসনের দেওয়া শর্ত মেনে বৈধ কাগজপত্র সংগ্রহের চেষ্টা করছি। কিন্তু কিছু মহল নিজেদের স্বার্থে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা এর নিন্দা জানাই।”

সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজি। তিনি বলেন, “সাংবাদিকরা সবসময় সত্য প্রকাশের পক্ষে। কিন্তু একটি মহল সাংবাদিকদের নাম ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

এসময় উপস্থিত ছিলেন নান্দাইলের প্রায় ৫০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক। বক্তারা অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন