
এম সালমান আহমদ সুজন (তাহিরপুর, সুনামগঞ্জ)
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধভাবে বালু কেটে পরিবহনকালে চারজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার যাদুকাটা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক।
অভিযান চলাকালে বালু কর্তন ও পাচারের সময় চারজন শ্রমিককে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুই মাসের কারাদণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মনবেগ গ্রামের আব্দুল জব্বারের ছেলে বাচ্চু মিয়া (৪০). একই উপজেলার মিয়ারচর গ্রামের তাহের আলীর ছেলে ইছব আলী (৩০) একই গ্রামের আবুল কাশেমের ছেলে মাসুক মিয়া (১৯), এছাড়াও জেলার জামালগঞ্জ উপজেলার উজ্জলপুর গ্রামের রামগোবিন্দ দাস এর ছেলে প্রলয় দাস (৫২)।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, নদী ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু পরিবহনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, নদী তীরের সম্পদ রক্ষা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা সমন্বিতভাবে কাজ করছে। যেকোনো ধরনের অবৈধ বালু পরিবহন দমন করা হবে।
অভিযানের বিষয়ে ইউএনও মো. মেহেদী হাসান মানিক রাত ১টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, বালু চুরি ও পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চলমান থাকবে।

