
এম সালমান
সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত পর্যটন কেন্দ্র নিলাদ্রীর পেশাদার তিন মাদককারবারিকে বিদেশি মদসহ গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত গ্রাম লাকমা নতুনপাড়ার (ট্যাকেরঘাট) মৃত সুলতান আহম্মেদ ওরফে সুলতান ড্রাইভারের ছেলে আব্দুল কাদির, একই গ্রামের মহর উদ্দিনের ছেলে আব্দুর নুর, ট্যাকেরঘাটের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আফতাব উদ্দিন।
বৃহস্পতিবার আলামতসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের সুনামগঞ্জের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া সেল জানায়, র্যাব-৯ সিলেট সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টিম বুধবার রাতে তাহিরপুরের ট্যাকেরঘাট লাকমা বাজার এলাকা থেকে বিভিন্ন ব্রান্ডের ২৩ বোতল বিদেশি মদসহ কাদির, আব্দুর নুর ও আফতাবকে গ্রেফতার করে।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসাইন জানান, গ্রেফতারকৃত ওই তিন মাদককারবারিকে বৃহস্পতিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

