পি.আর. পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার : নূর মোহাম্মদ জোবায়ের হোসেন
অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং, রোজ শুক্রবার, বাদ জুম্মা ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নগর সাধারণ সম্পাদক আরিফ খান জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন- পি আর পদ্ধতিতে ভোটারগণ ব্যক্তি প্রার্থীকে নয় বরং দলকে ভোট দেন। এ কারণে অনেকে বলেন- পি আর পদ্ধতিতে ভোটাররা তাদের আসনে কে এম পি হবেন তা জানতে পারে না। মূলত: তা সত্য নয়, বরং পি আর পদ্ধতিতে প্রতি আসনে ঐ আসনের জনপ্রিয় ব্যক্তিরই এম পি হওয়ার সম্ভাবনা জোড়ালো হবে, কেননা প্রত্যেক দল’ই সকল আসনের জন্যই তাদের প্রার্থী তালিকা তৈরী করে রাখবে। ঘন ঘন সরকার পরিবর্তন হওয়া আর রাজনৈতিক অস্থিতিশীল হওয়া এক কথা নয়। ইতালিতে ঘন ঘন সরকার পরিবর্তন হলেও ইতালি রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশ না। বাংলাদেশে মৌলিক কোন বিভাজনও নাই। দলগত বিভাজন আছে, সে বিভাজন নিয়েও আমাদের দেশে জোট মহাজোটের রাজনীতি ও সরকার আমরা দেখেছি- ফলে পি আর হলে সরকার ঘন ঘন বদলে যাবে এ ধারণা অমূলক।
যারা চাঁদাবাজী, সন্ত্রাস ও পেশি শক্তির অশুভ রাজনীতির পঙ্কিলতায় দেশকে নিমজ্জিত রাখতে চায়, দেশের সম্পদ বিদেশে পাচারে সিদ্ধহস্ত- তারাই পি আর-এর বিপক্ষে কথা বলে।
এমতাবস্থায় জুলাই অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে এবং দেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে পি আর পদ্ধতি- একটি কার্যকরী সমাধান, তাই আসুন- পি আর-এর পক্ষে জনমত গড়ে তুলি। আপনার আমার ভোটকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করি।
বক্তব্য রাখেন- প্রধান অতিথি
অধ্যাপক ডাঃ মুহাম্মদ নাসির উদ্দীন ( ময়মনসিংহ সদর-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার এমপি পদপ্রার্থী )
সভাপতি,ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর
বিশেষ অতিথি
জনাব আলহাজ্ব হাদিউল ইসলাম,
সভাপতি,ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর।
মাওলানা মামুনুর রশিদ সিদ্দীকি,
সভাপতি,ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ।
মুফতী গেলাম মাওলা ভূইয়া,
সিনিয়র সহ-সভাপতি,ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর।
মুফতী ইয়াকুব সাঈদ,
সিনিয়র সহ-সভাপতি,ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর।
সঞ্চালনায়
আরিফ খান জুয়েল,
সাধারণ সম্পাদক,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর।
এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা ও নগর নেতৃবৃন্দ প্রমুখ।

