নান্দাইলে বগরি কান্দা জয়রামপুর হরিপুর কাঁচা রাস্তা 30 বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া।জনদুর্ভোগ চরমে ।

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ 

ময়মনসিংহের নান্দাইলে উপজেলার ৭২ নং দক্ষিণ পূর্ব কচুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় বগরীকান্দা হতে জয়রামপুর হরিপুর কাঁচা রাস্তাটি গত ৩০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া।জনগণেরদুর্ভোগ চরমে।সরেজমিন ঘুরে দেখা গেছে জয়রামপুর ও হরিপুর দুই গ্রামের ৪/৫ হাজার মানুষের বসবাস।এই কাঁচা রাস্তা যাতায়াতের একমাত্র মাধ্যম স্কুল মাদ্রাসার কলেজ সহ সর্বস্তরের মানুষ উপজেলা সদর, ময়মনসিংহ , কিশোরগঞ্জ সহ সারা দেশে যাতায়াতের একমাত্র রাস্তা ।এই গ্রামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ৩/৪ টি মাদ্রাসা,২০ টি ছোট বড় মাছের খামার,৫/৬ টি গরুর খামার,৭/৮ টি মুরগির খামার।এদিকে গ্রামের মৃত মিয়া বকসের পুত্র আব্দুল আহাদ,মৃত ডাঃ আবুল হোসেনের পুত্র বাবুল মিয়া জানান এই ২ কিলোমিটার রাস্তা বিশেষ করে বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতে রাস্তা কর্দমাক্ত ছোট বড় খানাখন্দে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। অসুস্থ রোগীকে কাঁদে করে পাকা রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। বিভিন্ন খামারের মালামাল পরিবহন করতে সীমাহীন কষ্ট , দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি মাছ সহ গরু পোল্ট্রির খাবার সংকট, লস দিয়ে বিক্রি করতে হয়।

৭২ কচুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা হালিম আক্তার খাতুন জানান স্কুলে দুই শতাধিক ছাত্র ছাত্রীর মধ্যে বেশীরভাগ এই দুই গ্রামের বাসিন্দা। প্রায় সময় দেখা যায় বর্ষা মৌসুমে ছাত্র ছাত্রীরা স্কুলে আসা – যাওয়ার সময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে বই,খাতা স্কুল পোষাক নষ্ট করে ফেলে এমন কি পড়ে গিয়ে অনেকেই আহত হন। স্কুলে ছাত্র – ছাত্রী ও এলাকাবাডী উপজেলা নির্বাহী অফিসার সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি রাস্তাটি পাকা করার জন্য। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সাথে যোগাযোগ করলে তিনি জানান রাস্তাটির সমস্যা দ্রুত সমাধান করার জন্য চেষ্টা করব। স্থানীয় এলাকাবাসী জানান গত ৩০ বছরের মধ্যে কোন কাজ করা হয়নি।আমরা চেয়ারম্যান মেম্বার সহ সকলের ধারে ধারে ঘুরেছি কোন কাজ হয়নি।আমরা ২ কিলোমিটার রাস্তাটি পাকা করার জন্য উপজেলা প্রশাসন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন