
নাজমুস সাকিব
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে গফরগাঁও উপজেলা ১-০ গোলে হারিয়েছে হালুয়াঘাট উপজেলাকে। ম্যাচের একমাত্র গোল করেন আব্দুল্লাহ, যা পেনাল্টি থেকে আসে। তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাকেই ম্যাচসেরা নির্বাচিত করা হয়।
এই জয়ের মধ্য দিয়ে গফরগাঁও উপজেলা জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে।
গফরগাঁও উপজেলা ফুটবল টিমের খেলোয়াড়রা:
ফাহিম (কিপার), অনিক (কিপার), নাসিম, রবিউল, রাকিব, সানি, সজিব, সাকিব, কবির, তন্ময়, স্রাবণ, সাব্বির, আব্দুল্লাহ, আকিব, ওয়াহিদ, আশরাফুল, সিয়াম, রিয়াদ
উক্ত খেলায় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এন এম আব্দুল্লাহ আল মামুন। তিনি খেলোয়াড়দের খেলার মানসিকতা ও দলীয় চেতনার প্রশংসা করেন এবং আগামীতেও ভালো খেলার আশা ব্যক্ত করেন।
ম্যাচ জয়ের পর সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, গফরগাঁও উপজেলা দল এ ধারাবাহিকতা ধরে রেখে শিরোপার পথে এগিয়ে যাবে।

