নান্দাইল পৌর বিএনপির আয়োজনে সাবেক সংসদ সদস্য মরহুম খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশিত: ৬:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫

আকরাম হোসেন নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন স্হায়ী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য ময়মনসিংহ -৯ নান্দাইল ও ময়মনসিংহ -৮ ঈশ্বরগঞ্জ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সাবেক ৪ বারের জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৪ সেপ্টেম্বর ২৫ ইং তারিখ রোজ রবিবার বিকাল ৪ ঘঠিকার সময় নান্দাইল মডেল মসজিদ প্রাঙ্গনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া মাহফিলে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। প্রধান অতিথি ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সভাপতিত্ব করেন সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সাজু, সঞ্চালন করেন নান্দাইল উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান খোকন, বিশেষ অতিথি ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মান্নান মাষ্টার নান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল ভুইয়া, স্মরণ সভায় বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রধান অতিথি নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে যিনি নান্দাইল উপজেলা বিএনপির হাল ধরেছিলেন তিনি খুররম খান চৌধুরী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাহুবল হয়ে যিনি ময়মনসিংহ জেলার আহ্বায়ক ছিলেন তিনি খুররম খান চৌধুরী,তৃনমূল নেতৃবৃন্দসহ সাধারন মানুষের মন জয় করে যিনি নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকে ধানের শীষ নিয়ে জয়ী হয়েছেন তিনি খুররম খান চৌধুরী,নান্দাইলের প্রতিটি গ্রাম ইউনিয়নে যিনি শিক্ষার আলো ছড়িয়েছেন তিনি খুররম খান চৌধুরী,নান্দাইলকে যিনি জাতীয়তাবাদীর ঘাটি হিসেবে সারা দেশে পরিচয় করিয়েছেন তিনি খুররম খান চৌধুরী।

নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকে নির্বাচিত সাবেক ৪ বারের সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা কিংবদন্তী নেতা মরহুম জননেতা জনাব খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকীতে আমরা গভীর ভাবে শোকাহত। বক্তব্য রাখেন নান্দাইল তৈলজীবি সংগঠনের নেতা আব্দুর রাশিদ, যুবদল নেতা জহিরুল ইসলাম, যুবদল নেতা আবু হুরাইরা আকন্দ, যুবদল নেতা সোহরাফ হোসেন সরকার, সেচ্চাসেবক দলের যুগ্ন আহবায়ক নূরুল হক, ছাত্র দলের নেতা শাহজাহান ভূইয়া মানিক, ছাত্র দলের নেতা শাখাওয়াত, ছাত্র দলের নেতা জলিল, রিদয় হাসান প্রমূখ। এসময় দলীয় নেতা কর্মী ও সর্বস্তরের জনগণ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন