
এম সালমান আহমদ সুজন,সুনামগঞ্জ ।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে টানা দুই দিন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার ও শনিবার (১২ ও ১৩ সেপ্টেম্বর ২০২৫) জাদুকাটা নদীর সংলগ্ন এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুসারে তাদের কাছ থেকে সর্বমোট ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এ অভিযান অব্যাহত থাকবে।

