প্রাথমিক বিদ্যালয়ে সংগীতের পরিবর্তে ধর্মীয় শিক্ষকের দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ৬:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫

আব্দুল্লাহ জোবায়ের 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর সদরের মারকাজ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় ও নৈতিক শিক্ষার শিক্ষক নিয়োগ দিতে হবে। এদেশের প্রাথমিক বিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী মুসলিম পরিবারের সন্তান। তারা কোরআন পড়তে পারে না, নামাজ সঠিকভাবে আদায়ের নিয়ম জানে না। ধর্মীয় জ্ঞান না থাকায় সন্তান অবাধ্য ও বিশৃঙ্খল হচ্ছে। ফলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা অবিলম্বে এ গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে এবং সৃষ্ট পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে বলে উল্লেখ করেন।

মন্তব্য করুন