বরিশালে মানবতার কল্যাণে স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

সৌরভ হাওলাদার ,বরিশাল প্রতিনিধিঃ

অরাজনৈতিক সামাজিক সংগঠন মানবতার কল্যাণে বরিশাল এর উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী মিলন মেলা-২০২৫।

নগরীর বরিশাল জিলা স্কুল অডিটোরিয়ামে ১২ ই সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী এই আয়োজন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে

বেলুন উড়িয়ে সংগঠনের অনুষ্ঠানের শুভসূচনা করা হয়,এছাড়া নবাগত স্বেচ্ছাসেবকদের নিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বরিশাল সহকারী উপ পুলিশ পরিদর্শক মোঃ মনসুর আলী।সভাপতিত্ব করেন মানবতার কল্যাণে বরিশাল সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ শাকিল খান।

দিনব্যাপী এই আয়োজনে বরিশাল বিভাগের স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় পরিণত হয়।বিভিন্ন স্হানের ৪৬ টি স্বেচ্ছাসেবী সংগঠনের আমন্ত্রিত অতিথিরা এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশ নেন।এছাড়া মানবতার কল্যাণে বরিশালে সংগঠনের একঝাঁক তরুন স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, স্বেচ্ছাসেবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা, সমাজসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা এবং মানবকল্যাণে নতুন পরিকল্পনা গ্রহণ করাই এই মিলনমেলার মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন