প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

আকরাম হোসেন নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের টিকিয়ারচর বাজারে ব্যবসায়ী মোঃ সুমনের মুদি দোকান ও বসতবাড়িতে দুর্বৃত্তদের সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় ব্যবসায়ী, তার ছোট ভাই ও বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে আহত করা হয়। আহতদের মধ্যে ছোট ভাই মুত্তাকিন মিয়া (২২) বর্তমানে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন।ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ সুমন অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ চলছিল। এর জের ধরে গত বুধবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে পূর্ব রাজাবাড়ীয়া গ্রামের নাজমুল মিয়া, ইসরাফিল মিয়া, শামীম মিয়া, হুমায়ুন মিয়া, খোকন মিয়া, মজিবুর রহমান, রবিন মিয়া, বাবুন মিয়া, কালাম মিয়াসহ আরও ১০/১২ জন সশস্ত্র হয়ে তার দোকানে হামলা চালায়।অভিযোগে বলা হয়, আসামিরা দেশীয় অস্ত্র রামদা, দা, কুড়াল, লোহার রড, লাঠি নিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এসময় হুমায়ুন মিয়ার নির্দেশে নাজমুল মিয়া লোহার রড দিয়ে মুত্তাকিন মিয়ার বুকে আঘাত করে গুরুতর জখম করে। হামলাকারীরা দোকানের ফ্রিজ, আসবাবপত্র, গ্লাস, ক্যাশবাক্সসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল ভাঙচুর করে। পরে দোকান থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা নগদ ও প্রায় সাড়ে তিন লক্ষ টাকার পণ্য লুট করে নিয়ে যায়।এছাড়া হামলাকারীরা ভুক্তভোগীর বসতবাড়িতে ঢুকে টিনের বেড়া, দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৪০-৪৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় ব্যবসায়ীর বৃদ্ধ পিতা ইব্রাহিম মিয়া (৬৫) ও মা বুলবুল আক্তার (৬০)-কে মারপিট করে আহত করে। অভিযোগ অনুযায়ী, হামলাকারী ইসরাফিল মিয়া ভুক্তভোগীর মায়ের গলা থেকে ৯০ হাজার টাকার স্বর্ণের চেইন ছিঁড়ে নেয়। ব্যবসায়ী সুমন জানান, তাদের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয় এবং গুরুতর আহত মুত্তাকিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় ভুক্তভোগী নান্দাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মন্তব্য করুন