নান্দাইলে দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত নুরুল ইসলাম মহুরি। 

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫

আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন নুরুল ইসলাম মহুরি (৬০)। ডাকাতদল তাঁর কাছ থেকে নগদ দুই লাখ টাকা, খুচরা টাকা এবং অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাশহাটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে নুরুল ইসলাম মহুরি প্রতিদিনের মতো বাড়ি থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন। বাশহাটি থেকে চৌরাস্তা যাওয়ার পথে একটি অটোরিকশায় উঠেন তিনি। অটোরিকশাটি মরহুম সাইদ সরকারের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা একই গ্রামের মুসলেম মিয়া ও তাঁর প্রবাসফেরত দুই ছেলে শহীদুল ইসলাম এবং জহিরুল ইসলাম দুষ্কৃতমূলক কায়দায় তাঁকে জোরপূর্বক অটোরিকশা থেকে নামিয়ে আক্রমণ চালায়।

দুষ্কৃতকারীরা দাড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতর জখম হন। পরে তাঁর কাছে থাকা নগদ প্রায় দুই লাখ টাকা, খুচরা টাকা ও অফিসের নথিপত্র ছিনিয়ে নেয়। এ সময় তাঁর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুষ্কৃতকারীরা দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের কঠোর নজরদারি ও দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন