ময়মনসিংহের পাগলা থানার টিটু মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের পাগলা থানার মুখি গ্রামের মো. টিটু মিয়া নামের এক ব্যক্তি গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, তিনি হঠাৎ করে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

নিখোঁজ টিটু মিয়ার পিতা মো. ধনু মিয়া ও মাতা রাজিয়া বেগম জানান, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়ি সহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, টিটু মিয়া এলাকায় পরিচিত একজন মানুষ। হঠাৎ করে তাঁর নিখোঁজ হওয়ায় গ্রামজুড়ে আলোচনা শুরু হয়েছে।

যদি কোনো সদয় ব্যক্তি তাঁর খোঁজ পান বা সঠিক তথ্য জানেন, তবে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে এই নম্বরে যোগাযোগ করার জন্য: ০১৭৯৪১২৬১৬৪।

পরিবার বলছে, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে যে কোনো সহায়তার জন্য তারা চিরকৃতজ্ঞ থাকবে।

মন্তব্য করুন